১। প্রথমে fsc.fireservice.gov.bd তে
প্রবেশ করুন এরপর নতুন ব্যবহারকারী হলে সেবার
জন্যে নিবন্ধন ফর্ম এ অ্যাকাউন্ট তৈরি করুন এবং নিরাপদে লগইন তথ্য সংরক্ষণ করুন।
২। এরপর আবেদন ধাপে ফায়ার সেফটি ট্রেনিং, ফায়ার ড্রিল, রিস্ক আসেস্মেন্ট
(সার্ভে)
হতে আপনার প্রয়োজনীয় আবেদন ফর্ম টি ওপেন করুন।
৩। আবেদন ফর্মে উল্লেখিত তথ্য প্রদান করুন (বাংলায়)
৪। পরবর্তী ধাপে আপনার আবেদন বিল পরিশোধের ঘরে ক্লিক করুন, এরপর পেমেন্ট তথ্য ডাউনলোড করুন এবং
উল্লেখিত টাকার সমপরিমান টাকা নিয়ে নিকটস্থ ব্র্যাক
বাংকের যেকোনো শাখায় চলে যান, ডিপোজিট স্লিপ তে উল্লেখিত ট্রানজেকশন আইডি এবং অ্যাকাউন্ট
নাম্বার
উল্লেখ করে টাকা জমা দিন।
৫। এরপর fsc.fireservice.gov.bd
তে
এসে উপরে আপনার নিবন্ধিত
ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন তারপর জমাকৃত
আবেদন সমূহ তে ক্লিক করুন আবার বিল পরিশোধে করুন এরপর নির্ধারিত
ফর্মে আপনার লেনদেনের তথ্য নিশ্চিত করুন ব্যাংক সিল সম্বলিত ডিপোজিট স্লিপ এর ছবি আপলোড করুন।
এরপর ডিপোজিট স্লিপের তথ্য যাচাইয়ের পর আপনার আবেদন টি গ্রহণ করা হবে এবং আবেদন এর তথ্য আপনার
ইমেইলে স্বয়ংক্রিয় ভাবে চলে যাবে।
বি.দ্রঃ
১। অনলাইনে আবেদনের পর ফায়ার সার্ভিস দপ্তরে আসার অথবা কাগজে আবেদন উপস্থাপনের কোন প্রয়োজন নেই।
২। ট্রেনিং শেষে পরবর্তীতে আপনার সার্টিফিকেট অনলাইনে সংগ্রহ এবং ভেরিফিকেশন করতে পারবেন।
৩। একটি একাউন্ট থেকে একাধিকবার আবেদন করা যাবে।
৪। S.M.S এর মাধ্যমে বার্তা প্রদান চালু করা হবে।
৫। একটি মোবাইল নাম্বার এবং ইমেইল আইডির বিপরীতে শুধুমাত্র একটি একাউন্ট যাবে কিন্তু একাধিক
আবেদন
করা যাবে।
৬। নতুন তথ্য এবং ব্যবহারবিধি পেতে fsc.fireservice.gov.bd
তে প্রদর্শিত নিয়মাবলী অনুসরণ করুন।